চট্টগ্রামে গোলাগুলি ও সরোয়ার বাবলা হত্যাকান্ডে মূলহোতা অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
চট্টগ্রাম প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন মূলহোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চত করেন।
এর আগে বুধবার (৫ নভেম্বর) বায়েজিদের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম- ৮ আসনের বিএনপর প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে প্রচার কালে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।
এই ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তার বিষয়ে বহদ্দারহাট
্যাব-৭ মিডিয়া সেন্টার সিপিসি-৩ এ ব্রিফিং করেছেন, অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।
তিনি বলেন, ওই গোলাগুলির একই ঘটনায় মোঃ এরফানুল হক শান্ত ও মোঃ সানোয়ার সহ মোট ৪ জন গুলিবিদ্ধ হন। উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উক্ত মামলার ২ জন আসামি আলাউদ্দিন ও হেলালকে চান্দগাওয়ের হাজিরপুল এলাকা হতে ঘটনার ৩৫ ঘন্টার মধ্যে র্যাব গ্রেপ্তার করে।
র্যাব-৭, চট্টগ্রাম অধিনায়ক আরো বলেন, একই দিন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় সুমন, ইসমাইল, খোরশেদ, সোহেল নামক ৪ জন ব্যাক্তি দুর্বৃত্তের গুলিতে আহত হন। উক্ত ঘটনার প্রধান আসামী ইসতিয়াক চৌধুরীসহ জ্যাকি ও জনি নামক আরও দুজনকে শুক্রবার ভোরে ঘটনার ৩০ ঘন্টার মধ্যে চকবাজার এলাকা হতে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ র্যাব-৭, চট্টগ্রাম গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলি এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে পায়ে ২ টি গুলি করেন। উক্ত ঘটনার সাথে জড়িত রাজ নামক ১ জনকে রাতে ঘটনার ৬ ঘন্টার মধ্যে রউফাবাদ এলাকা হতে গ্রেপ্তার করে র্যাব। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।