আটপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মোঃ আশিক মিয়া, আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলহাজ্ব মাসুম চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন,
“৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনেই সৈনিক ও জনতার ঐক্যে জাতীয় বিপ্লব ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার চেতনা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।”
র্যালিটি উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আটপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দিনব্যাপী এ আয়োজনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহে পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।