রাঙ্গাবালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী, পটুয়াখালী || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৯, সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলা” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন রাজু, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব এবং সিপিপি টিম লিডার সফিকুল আজম মুকুল।বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সচেতনতা এবং প্রশাসনের সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি। দুর্যোগের সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী, শিক্ষক, স্বেচ্ছাসেবী ও সিপিপি সদস্যরা অংশ নেন।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়