ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সেটা সমতার: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫০, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত জাতীয়  নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে। বিএনপির ভারতের সাথে সম্পর্ক চায়, তবে সেটা হবে সমতার।

ভারতের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত জাতীয়  নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে। বিএনপির ভারতের সাথে সম্পর্ক চায়, তবে সেটা হবে সমতার।

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘হান্নান শাহ স্মৃতি সংসদ’ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিছু লোক নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  ও মরহুম আ স ম হান্নান শাহ'র ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‍্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়