দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৩, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কলকাতার জমজমাট রাতে ক্যারিয়ারের রজতজয়ন্তী উৎসবে মঞ্চ মাতালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। সুরের মূর্ছনায় যখন ভাসছে সমগ্র সংগীতপ্রেমীরা, ঠিক তখনই মঞ্চে উঠলেন টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলী। মুহূর্তেই বদলে গেল পরিবেশ। গানে গানে শান মনে করিয়ে দিলেন শুভশ্রী-দেব যুগলের সেই স্বর্ণালি দিনগুলো, যেন এক ঝলকে ফিরে গেল দর্শকরা টালিউডের রোম্যান্টিক অধ্যায়ে।

কলকাতার জমজমাট রাতে ক্যারিয়ারের রজতজয়ন্তী উৎসবে মঞ্চ মাতালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। সুরের মূর্ছনায় যখন ভাসছে সমগ্র সংগীতপ্রেমীরা, ঠিক তখনই মঞ্চে উঠলেন টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলী। মুহূর্তেই বদলে গেল পরিবেশ। গানে গানে শান মনে করিয়ে দিলেন শুভশ্রী-দেব যুগলের সেই স্বর্ণালি দিনগুলো, যেন এক ঝলকে ফিরে গেল দর্শকরা টালিউডের রোম্যান্টিক অধ্যায়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেসময় শুভশ্রীকে দেখে শান সরাসরি বলেন, ‘দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না’। শুভশ্রী উত্তর দিলেন ‘হ্যাঁ দেখেছি তোমাকে শ্রাবণে’। এরপরই শান গাইতে শুরু করেন এই গান, গায়কের সঙ্গে গলা মেলান শুভশ্রীও।

দর্শকদের কাছে এই গান যেন পুরোনো স্মৃতির ফেরান। ‘চ্যালেঞ্জ’ ছবির এই গান এখনো একই রকম জনপ্রিয়; সেটিও স্পষ্ট হয় এদিন। এই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথম দেব ও শুভশ্রী জুটি হিসেবে দেখতে পান। এরপর থেকেই পর্দায় এবং বাস্তবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তারা।

দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ৬টি ছবি করেছেন। তবে এই জুটির জনপ্রিয়তার প্রমাণ দেখা গেছে ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে। দীর্ঘ ১০ বছর পর ছবির মুক্তির জন্য দর্শকদের অপেক্ষা দীর্ঘ ইতিহাস সৃষ্টি করেছিল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়