প্রতি ঘন্টায় বাস সার্ভিস চালুর জোর দাবি ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৩, বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সহজ ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সহজ ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’।

বুধবার (৮ অক্টোবর) সংগঠনটির একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফের কাছে গিয়ে লিখিত স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, বিভিন্ন শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে দেখা গেছে— পরিবহন ব্যবস্থায় প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু করা শিক্ষার্থীদের অন্যতম প্রয়োজনীয় দাবি। এমন সার্ভিস চালু হলে শিক্ষার্থীদের যাতায়াতে সময় নষ্ট কমবে এবং তারা তাদের একাডেমিক ও ব্যক্তিগত সময় আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবে।

‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “অনেক শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে আসেন, আবার কেউ কেউ শহরে টিউশনি ও অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। বর্তমান সময়সূচি অনুযায়ী তারা যথেষ্ট ভোগান্তিতে পড়ছেন। আমরা স্যারের কাছে বিষয়টি তুলে ধরেছি, এবং তিনি আশ্বস্ত করেছেন যে সাত কার্যদিবসের মধ্যে পরীক্ষামূলকভাবে এ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং তাদের মূল্যবান সময় সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে।”

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীরা আগেও মৌখিকভাবে এ দাবি জানিয়েছিল। আজকে তারা আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জানিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়