মানসিক ভারসাম্যহীন শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন মইনুল ইসলাম মানিক।

কুড়িগ্রামের চিলমারীতে শেকলবন্দী আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

মঞ্জুরুল ইসলাম || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০২:৩০, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

কুড়িগ্রামের চিলমারীতে মানসিক ভারসাম্যহীন আকাশের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিক। প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যা ভোগ করা আকাশকে তিন মাস ধরে বাড়িতে লোহার শিকল বেঁধে রাখা হয়েছিল। তার আগে পায়ে রশি লাগানোর কারণে আঘাতও লেগেছিল। স্থানীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মইনুল ইসলাম মানিক শুক্রবার বিকেলে রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া আকাশের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।


 

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় শেকলবন্দী আকাশের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিক।প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছে আকাশ। এর মধ্যে একটি সময়ে সে নিখোঁজও হয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। তবে ভালো চিকিৎসার অভাবে আকাশ কখনো সুস্থ, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। গত তিন মাস ধরে তার পা ও শরীরে লোহার শিকল বেঁধে রাখা হয়। এর আগে পায়ে রশি লাগানো হয়েছিল, যা কেটে গিয়ে আঘাত সৃষ্টি করেছিল।স্থানীয় সংবাদমাধ্যমে আকাশের কষ্টের খবর প্রকাশিত হওয়া পর, শুক্রবার বিকেলে মইনুল ইসলাম মানিক রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া গিয়ে তার বাবা-মায়ের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি জানান, তারা আকাশের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, স্থানীয়দের মতে, এই ধরনের সহায়তা ও সচেতনতা শিশুর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়