অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৫, বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রহস্যজনক মৃত্যু হয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সহঅভিনেতা প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীর। ভারতের নাগপুর থেকে তার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

রহস্যজনক মৃত্যু হয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সহঅভিনেতা প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীর। ভারতের নাগপুর থেকে তার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রিয়াংশুর মৃত্যুতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে অভিনেতার বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহুর। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রিয়াংশু ও তার বন্ধু ধ্রুব মোটর বাইকে করে এক পরিত্যক্ত বাড়িতে যান এবং মদ্যপান করেন। মদের আসরে কথা কাটাকাটির এক পর্যায়ে হয় হাতাহাতি। এরপর মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়েন প্রিয়াংশু। আর তখনই ঘটে ভয়াবহ পরিণতি।

পুলিশ আরও জানায়, ধ্রুব ধারালো অস্ত্র দিয়ে প্রিয়াংশুর ওপর আক্রমণ চালায় এবং তাকে অর্ধনগ্ন অবস্থায় প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলে রেখে যায়।

স্থানীয়রা পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রিয়াংশুকে। পুলিশ সন্দেহ করছে, পূর্বশত্রুতা হত্যার মূল কারণ হতে পারে।

এদিকে তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ধ্রুবর বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা। এমনকি প্রিয়াংশুর বিরুদ্ধেও ছিল ছোটখাটো অপরাধের রেকর্ড। দুজনের মধ্যে আর্থিক বিরোধ চলছিল। পুলিশি তদন্ত এখন এগোচ্ছে সেই সূত্র ধরেই।

প্রসঙ্গত, ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ অভিনয় করেছিলেন প্রিয়াংশু। সিনেমাটি নাগপুরের সমাজকর্মী বিজয় বার্সের জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছিল। সিনেমায় তুলে ধরা হয়, পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল টিম তৈরি করার গল্প। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়