গ্রামজুড়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার

কুষ্টিয়ার উজানগ্রামে মন্ডল-সরদার গ্রুপের সংঘর্ষে আহত ১২

আজিজুল ইসলাম || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১১:৪১, শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রামে দোকানঘর ভাড়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্ডল ও সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষে সরদার গ্রুপের ৭ জন ও মন্ডল গ্রুপের ৫ জন আহত হন। এর মধ্যে রাশিদ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।


 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামে দোকানঘর ভাড়া ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মন্ডল গ্রুপ ও সরদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উজানগ্রামে দোকান ভাড়া ও প্রভাব বিস্তার নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সামনাসামনি সংঘর্ষ বাঁধে। এতে সরদার গ্রুপের ৭ জন ও মন্ডল গ্রুপের ৫ জন গুরুতর আহত হন।ইট ও ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে সরদার গ্রুপের রাশিদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।সরদার গ্রুপের শরিফুল সরদার অভিযোগ করেন, “আমার ভাই-চাচারা দোকানে বসে চা খাচ্ছিলো। হঠাৎ মন্ডল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে। এ ঘটনায় ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামের কিছু লোকও ইন্ধন দিচ্ছে।”

অন্যদিকে মন্ডল গ্রুপের হিসাব ইসলাম দাবি করেন, “আমাদের লোকজন বাজারে যাচ্ছিলো। এসময় দেখি সরদার গ্রুপ লাঠি হাতে মহড়া দিচ্ছে। পরে তারা আমাদের আক্রমণ করলে আমরা আত্মরক্ষার্থে সংঘর্ষে জড়িয়ে পড়ি। এতে আমাদেরও ৫ জন আহত হয়।এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের কয়েকটি গ্রামেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় গ্রুপের লোকজন পালিয়ে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে উজানগ্রাম ও গজনবীপুর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়