নেত্রকোনায় নবগঠিত ছাত্রদল কমিটির সাথে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৫৮, বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক টিম–১৫ ও নেত্রকোনা জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক টিম–১৫ ও নেত্রকোনা জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় গত ৭ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৪টা পর্যন্ত, নেত্রকোনা শহরের এক অডিটরিয়ামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বিপ্লব শিকদার ও যুগ্ম সম্পাদক এস. এম. ফয়সাল।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।

সভায় জেলার বিভিন্ন কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা তাদের নিজ নিজ কলেজের সমস্যা, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো গরীব-দুঃখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগঠন। আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেতা তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”

বিশেষ অতিথিরাও তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় নেত্রকোনা জেলার দূর-দূরান্ত থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা ‘তারেক রহমান ফিরে আসবে বাংলাদেশে’ শ্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল।

অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বলেন, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামের একটি শক্তিশালী সংগঠনের অংশ হতে পেরে গর্বিত। দেশের উন্নয়ন ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়