শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে শেষ
সাতক্ষীরায় জামায়াতের পিয়ার পদ্ধতিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সোহরাব হোসেন সৌরভ সাতক্ষীরা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে পিয়ার পদ্ধতিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সভায় নির্বাচন ও সরকারের প্রতি বিভিন্ন দাবির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়। এর আগে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশবাসী জামায়াতে ইসলামীকেই সরকার গঠনের যোগ্য মনে করবে।”
সভায় বক্তারা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন:
- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
- জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
- সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
- জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে মিলিত হয়। পরে জাতীয় পতাকা ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে শেষ হয়।