শিবপুরে ছাত্রদলের কর্মী সম্মেলনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণের অঙ্গীকার”

শিবপুরে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সোহরাব হোসেন সৌরভ সাতক্ষীরা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩০, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি :  বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

সাতক্ষীরার শিবপুর ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান বক্তা মনজুরুল ইসলাম বাপ্পি ও বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়করা বক্তব্য রাখেন। তারা দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। সম্মেলনে উপস্থিতরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণের অঙ্গীকার করেন।”


 

সাতক্ষীরার শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খানপুর বাজারে বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।


 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনজুরুল ইসলাম বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মহসিন আলম এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম।


 

অন্যান্য উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, বাদামতলা কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন, গোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


 

বিশেষ অতিথির বক্তব্যে মহসিন আলম বলেন, “কোনো দল জনগণের সমর্থন ছাড়া শাসন চালাতে পারে না। যদি জনগণ তাদের ভালোবাসে, তবে নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নিতে পারবে। ছাত্রদলের নেতা-কর্মীরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”


 

সম্মেলনে উপস্থিত বক্তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়