জুলাই সনদের আইনি ভিত্তি, সুষ্ঠু নির্বাচন ও সরকারের দুর্নীতির বিচারের দাবিতে জামায়াতের শোডাউন”
কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ৫ দফা গণদাবি উত্থাপন
আরিফুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ৫ দফা গণদাবি বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, সুষ্ঠু নির্বাচন এবং সরকারের দুর্নীতি ও নিপীড়নের বিচার দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমীর হামজা।”
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের চৌড়হাস এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়।
মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, সেই সনদের আলোকে জাতীয় নির্বাচন আয়োজন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি ও নিপীড়নের বিচারসহ ৫ দফা দাবি তুলে ধরেন।
পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া-৩ আসনে দলীয় প্রার্থী ও ইসলামিক বক্তা আমীর হামজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জামায়াত ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়ন ছাড়া জাতি এগোতে পারবে না।