কেন পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জানালেন সৌদি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৯, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই পদক্ষেপটি বহু দশকের নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে জোরদার করলো। এমন সময়ে এই চুক্তি হলো, যখন অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই পদক্ষেপটি বহু দশকের নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে জোরদার করলো। এমন সময়ে এই চুক্তি হলো, যখন অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।’

একজন সিনিয়র সৌদি কর্মকর্তা এ চুক্তির বিষয়ে রয়টার্সকে বলেন, “এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়; বরং আমাদের দুই দেশের দীর্ঘস্থায়ী ও গভীর সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ।”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিনিয়র সৌদি কর্মকর্তা স্বীকার করেন, “পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ও আরেক পারমাণবিক শক্তিধর ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা এই সম্পর্ক আরও বৃদ্ধি করতে এবং আঞ্চলিক শান্তিতে অবদান রাখতে চাই।”

চুক্তির অধীনে পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক নিরাপত্তা দেবে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “এটি একটি সামগ্রিক প্রতিরক্ষা চুক্তি, যা সব ধরনের সামরিক উপায় অন্তর্ভুক্ত করে।”

সূত্র: রয়টার্স

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়