এবার আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করলো তালেবানে
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
উত্তর আফগানিস্তানের পাঁচটি প্রদেশে ইন্টারনেট ব্যবহারের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান প্রশাসন। অনৈতিক কার্যকলাপ রোধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
উত্তর আফগানিস্তানের পাঁচটি প্রদেশে ইন্টারনেট ব্যবহারের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান প্রশাসন। অনৈতিক কার্যকলাপ রোধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
যেসব প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে সেগুলো হলো: কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাখার এবং বালখ। এই প্রদেশগুলো উত্তর আফগানিস্তানের জনবহুল এলাকা। যদিও সেলফোন ডেটা ব্যবহারের সুযোগ থাকবে বলে জানানো হয়েছিল, তবে প্রাদেশিক কর্তৃপক্ষগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সমস্ত ফাইবার অপটিক সংযোগ ইতোমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অফিস, বাড়ি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ইন্টারনেটবিহীন হয়ে পড়েছে।
এর আগেও তালেবান সরকার দেশটিতে অনলাইনে অশ্লীলতা ও অনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ২০২১ সালে ক্ষমতা দখলের পর এটিই ইন্টারনেটের ওপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ এই পদক্ষেপকে অযৌক্তিক আখ্যায়িত করে বলেছেন, পর্নোগ্রাফির মতো বিষয়গুলো ফিল্টার করে সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
তালেবান সরকারের এই পদক্ষেপ মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে, তারা নারীদের উচ্চশিক্ষা ও বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সূত্র: রয়টার্স