‘যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমাতে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চায় ইইউ’

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৬, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে জানিয়েছেন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে জানিয়েছেন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জার্মান ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এই বছর ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চাই।’

তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বুধবার ফোনে এই বিষয়ে আশ্বাস দিয়েছেন।

ভন ডার লেন আরও বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের আমদানিতে শুল্ক বৃদ্ধি ইইউকে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজতে বাধ্য করছে বলে জানান তিনি।

সূত্র: আল-আরাবিয়া

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়