ট্রাম্পের ফোন, মোদির পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪০, বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের আগের রাতে গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে শুভেচ্ছা জানান মোদিকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের আগের রাতে গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে শুভেচ্ছা জানান মোদিকে।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদি একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।’

তিনি আরও লেখেন, ‘আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। পাশাপাশি রাশিয়া–ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’

এটাই ১৭ জুনের পর মোদি–ট্রাম্পের প্রথম ফোনালাপ। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ট্রাম্প ফোন করেছিলেন মোদিকে, তবে সেসব কল তিনি রিসিভ করেননি।

যুক্তরাষ্ট্র–ভারতের বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন চললেও জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোনকে অনেকেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ইতিবাচক ইঙ্গিত’ হিসেবে দেখছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়