দেওয়ানি ও ফৌজদারি আদালত আলাদা করেছে সরকার

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:১০, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দেওয়ানি ও ফৌজদারি  আদালত আলাদা করেছে।
 

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দেওয়ানি ও ফৌজদারি  আদালত আলাদা করেছে।


গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ ৮টি আইনে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর পাইলট প্রকল্পের উদ্বোধন করেন উপদেষ্টা।


বৃহস্পতি থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ দেশের ১২ জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে মামলা নিষ্পত্তি বাড়বে।


এ সময় বিচারক নিয়োগে সুপ্রিমকোর্টের ক্ষমতায়ন নিয়েও কথা বলেন ড. আসিফ নজরুল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়