সালাহউদ্দিন আহমদ’কে কটুক্তির প্রতিবাদে উখিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
রফিক মাহমুদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উখিয়া উপজেলা শাখার উদ্যোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ’কে নিয়ে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার কোর্টবাজার স্টেশন চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য দলিলুর রহমান শাহীন দলের উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোর্শেদুল হক ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন- ‘সালাহউদ্দিন আহমদ শুধু একটি নাম নয়, সালাহউদ্দিন আহমদ মানে ইতিহাস। উনার মতো মেধাবী দেশপ্রেমিক রাজনীতিবিদ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যখন বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছে তখন দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে।’
বক্তারা বলেন-‘বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে সু-সংগঠিত করার মাধ্যমে জাতীয় নির্বাচন দেওয়ার যৌক্তিক দাবি জানিয়ে আসছেন, তখনি অনিবন্ধিত গুপ্ত সংগঠনের কম্পন শুরু হয়েছে। যারা সালাহউদ্দিন আহমদ কে নিয়ে কটুক্তি ও অপপ্রচার করছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই, অভিলম্বে কটুক্তি পরিহার করুন,জাতীয় নেতা সালাহউদ্দিন আহমদ দেশের-ই সম্পদ। উনাকে নিয়ে অযথা কটুক্তি ও অপপ্রচার করা হলে সেটির দাঁতভাঙা জবাব দেওয়া হবে। অনতিবিলম্বে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।’
পথসভা শেষে উখিয়া কোর্টবাজারে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করা হয়। মিছিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের উপস্থিতি দেখা দেয়।