‘জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত সবাই স্বপদে বহাল রয়েছেন’

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৬, মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত সবাই স্বপদে বহাল রয়েছেন বলে দাবি করেছেন দলটির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত সবাই স্বপদে বহাল রয়েছেন বলে দাবি করেছেন দলটির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে তা অবৈধ। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে দ্রুত জাতীয় পার্টির কাউন্সিলের দাবি জানান।

আনিসুল ইসলাম বলেন, কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবে, আর কারা থাকবে না।

এ সময় মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, কাউন্সিল সামনে রেখে দলের সিনিয়র নেতাদের অব্যাহতি দিয়ে জিএম কাদের স্বৈরাচারী আচরণ করেছে।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. মুজিবুল হককে (চুন্নু) জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর এক ঘণ্টার মাথায় দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হককে (চুন্নু) দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গত ২৫ জুনের মতবিনিময় সভায় জেলা, মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকেরা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ক্ষমতাবলে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হককে অব্যাহতি দিয়েছেন। এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়