ডাকসুতে শিবিরের জয়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৮, বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়েছে। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত পোস্টে এ তথ্য জানানো হয়।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়েছে।

 দলটির অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ইতিহাসে এটি প্রথমবার ঘটল।”


জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে। তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করেছে, যারা সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে।
 

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়