উত্তরা থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৮, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

র‍্যাব-২, ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টর থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে। তারা ভিসা ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপে মানুষ পাচার করছিল।

র‍্যাব-২, ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টর থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে। তারা ভিসা ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপে মানুষ পাচার করছিল।

এ চক্রটি ২০-২৫ লাখ টাকা নিয়ে বাংলাদেশ থেকে যাত্রীদের ইউরোপ পাঠানোর প্রলোভন দেখাতো। সম্প্রতি একটি মামলার এজাহারে জানা যায়, আসামি আমিনুল ইসলামের চক্র ৪২ বছর বয়সী ভিকটিমকে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয় এবং পরে তাকে মিশরে জিম্মি করে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর র‍্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৯টি পাসপোর্ট, ১০টি স্মার্টফোন, ১টি বাটন ফোন ও পাচারকৃত ১ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়