উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবকের রহস্যজনক মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৪৮, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঐ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

 

নিহত যুবকের নাম মোহাম্মদ শফি আলম (২৮)। সে  ক্যাম্প-২ ওয়েস্টের ডি-১৩ ব্লকের বাসিন্দা এরশাদ হোসেনের ছেলে। তার এফসিএন-১৫৯৭২৪।

বৃহস্পতিবার (২২ মে) রাত ২ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে ডি-১৩ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, শফি আলম রাতে হটাৎ অসুস্থবোধ করলে তার মায়ের রুমে ঘুমাতে যায়। ঘুমানো অবস্থায় তার বসতঘরে মৃত অবস্থায় দেখতে পেয়ে তার মা আশে পাশের লোকজনকে জানায়। লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা বলেন, মৃত ব্যক্তির শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন না থাকলেও তার গলায় দাগ রয়েছে।

উখিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ টি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে আত্নহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিনধরে পারিবারিক কারণে মানষিকভাবে বিপর্যস্ত ছিল। তদন্তপূর্বক ঘটনার আসল রহস্য বের করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়