সীমান্তে মাদক পাচার ও চোরাচালান ঠেকাতে বিজিবির মতবিনিময়

রফিক মাহমুদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:২১, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার ও চোরাচালান ঠেকাতে সীমান্তবর্তী জনগনের সহযোগিতা চেয়েছে বিজিবি। এসময় মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে জনগনকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

বুধবার বিকাল সাড়ে ৪ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী রেজুপাড়া এলাকায় বিজিবির আয়োজনে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এ সহযোগিতা চান কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এসএম খাইরুল আলম।  

এসময় বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তবর্তী জনগন সাহায্য করে বলেই বিজিবি দেশকে রক্ষা করতে পারছে। যেকোন বহিশত্রুর আক্রমন থেকে দেশকে রক্ষায় বিজবি বদ্ধপরিকর। বহিশত্রুর আক্রমনে বিজিবি আগে বুক পেতে দেবে বলেও মন্তব্য করেন তিনি।  

মতবিনিময় সভা শেষে সেখানে ফুটবল খেলা পরিচালনা কমিটিকে আর্থিক অনুদান দেয়ার পাশাপাশি ভালুকিয়া বৌদ্ধ বিহার, ফাত্রাঝিরি বৌদ্ধ বিহার, নতুন বৌদ্ধ বিহার, করিমিয়া দারুল উলুম মাদ্রাসাকে খেলা সামগ্রী ও পবিত্র কোরান শরীফ বিতরণ করা হয়। এছাড়াও ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে খেলার সামগ্রী বিতরণ করেন ৩৪ বিজবির অধিনায়ক।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়