সাজিদের মৃত্যু ঘিরে ইবিতে শিক্ষার্থীদের মৌন অবস্থান

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২১, সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সুষ্ঠু তদন্তে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সুষ্ঠু তদন্তে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘ক্যাম্পাসে লাশ কেনো, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, প্রশাসন স্বর্গে’, ‘সাজিদ তো কবরে, এরপর কে?’, ‘লন্ডন ট্যুর কেমন ছিল স্যার?’, ‘তোমরা আবেগী হয়ো না’, ‘প্রশাসনের প্রহসন মানি না, মানবো না’, ‘মাছের বেলাই সবাই সই, লাশ পড়লে ভিসি কোই’, ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘ময়নাতদন্তের রিপোর্ট চাই’ ইত্যাদি।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “যে প্রশাসন ১৮ হাজার শিক্ষার্থীর নিরাপত্তার দায়িত্বে, তারা সাজিদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যর্থ হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেই হত্যার ইঙ্গিত মিলেছে, কিন্তু চূড়ান্ত প্রতিবেদন প্রকাশে টালবাহানা চলছে।”

তারা আরও বলেন, “এই ঘটনার বিচার না হলে অপরাধীরা উৎসাহ পাবে। তারা ভাববে— এই বিশ্ববিদ্যালয়ে খুন করলেও কেউ বিচার চায় না, প্রশাসন নীরব থাকে। এতে করে একটি চক্র শক্তিশালী হয়ে উঠতে পারে যারা শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে।”

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের আহ্বানে কর্ণপাত করছে না। তাদের ভাষায়, “আমরা বারবার আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি— কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া আসছে না। উপাচার্য স্যারের উচিত ছিল অন্তত ভিডিও বার্তায় আমাদের পাশে দাঁড়ানো। সেটাও হয়নি।”

তারা বলেন, “আমরা কাউকে পদত্যাগে বাধ্য করতে চাই না। আমরা শুধু চাই আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা চাই প্রশাসন দায়বদ্ধ হোক, সাজিদের মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করুক এবং সঠিক বিচার নিশ্চিত করুক।”

শিক্ষার্থীরা জানান, “এই অবস্থানের একমাত্র উদ্দেশ্য একটি নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। আমরা যেন পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে একজন যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারি— সেই পরিবেশ আমরা চাই। তার জন্য নিরাপত্তা অপরিহার্য।”

তারা আরও বলেন, “সাজিদ আমাদেরই ভাই, আমাদেরই সহপাঠী। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের বিচার চাই। এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। প্রশাসন যাদের আমরা নিজেরাই নির্বাচিত করেছি, তাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।”

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়