শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

শহিদুল ইসলাম রেদুয়ান। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

 হাওর, নদী, এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি—এই প্রতিপাদ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

হাওর, নদী, এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি—এই প্রতিপাদ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকাল ৩ টায় শান্তিগঞ্জস্থ আক্রাম আলী দাখিল মাদ্রাসার হলরুমে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল মুন্সী'র সভাপতিত্বে ও সদস্য সচিব সুহেল আলমের সঞ্চালনায় অধিবেশনে সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ইমদাদ হোসেন-কে আহব্বায়ক ও আহমদ উসমান-কে সদস্য সচিব এবং আল-আমিন জুনেদ, দিলোয়ার হোসেন, শহিদুল ইসলাম রেদুয়ান কে যুগ্ম আহব্বায়ক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩ মাসের মধ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়