৮ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা

হোসেন আলী আকাশ (ঢাকা জেলা প্রতিনিধি) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৮০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা। গ্রেফতারকৃতের নাম- আনোয়ার হোসেন ওরফে আনা  (৪২)।

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৮০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা। গ্রেফতারকৃতের নাম- আনোয়ার হোসেন ওরফে আনা  (৪২)।

শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১২.৪০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির স্বপ্ন সুপার শপের রাস্তার উপর চেকপোস্ট করাকালীন একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করার সময় ইয়াবাসহ গাড়ি চালককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায়  বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো মর্মে জানা যায়। আটক আনোয়ারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়