শিশু শহীদদের শ্রদ্ধায় শান্তিগঞ্জে পূণর্জাগরণ

শহীদুল ইসলাম রেদুয়ান : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

 শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ২৫ জন শিশু শহীদদের স্মরণে পূণর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ২৫ জন শিশু শহীদদের স্মরণে পূণর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১শে জুলাই) বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয় হলরুমে প্রতিষ্টান প্রধান আবুল মোশারফ -এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও গনিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মো. নজরুল ইসলাম রাজু।

তিনি বলেন, শহীদ শিশুদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে অমর। তারা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রেরণার বাতিঘর হয়ে উঠেছে। বর্তমান প্রজন্মকে সেই বীর শিশুদের গল্প জানতে হবে – যাতে তারা দেশপ্রেম, সাহস ও ন্যায়ের পথে অটুট থাকতে পারে। ইতিহাসই ভবিষ্যতের দিশারী।

অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এরপর শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান, কবিতা, আবৃত্তি ও নাটিকা, যেখানে শহীদ শিশুদের বীরত্ব ও আত্মত্যাগের গল্প জীবন্ত হয়ে ওঠে। এসব পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাসকে হৃদয়ে ধারণ করে এবং দেশপ্রেমের মূল্যবোধ গভীরভাবে উপলব্ধি করে। শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়