পীরগাছায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে ৮০টি ফলন্ত গাছ কেটে সাবাড়

পীরগাছা (রংপুর) প্রতিনিধিভ। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৫৯, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রংপুরের পীরগাছায় রোপনকৃত বিভিন্ন প্রজাতির ৮০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাওলা ইউনিয়নের ধাপগাছ গ্রামে ঘটনাটি ঘটে। এতে প্রায় ৬০-৭০হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভোগী ছাইদুল ইসলাম। এঘটনায় মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
 

রংপুরের পীরগাছায় রোপনকৃত বিভিন্ন প্রজাতির ৮০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাওলা ইউনিয়নের ধাপগাছ গ্রামে ঘটনাটি ঘটে। এতে প্রায় ৬০-৭০হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভোগী ছাইদুল ইসলাম। এঘটনায় মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।


অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল গফুরের দুই ছেলে মতিয়ার রহমান ও ছাইদুল ইসলাম। পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে মতিয়ার, তার স্ত্রী শামছুন্নাহার, মতিয়ারের শ্যালক সাগর ছাইদুলের রোপনকৃত মেহগনি, নেপিয়ার ও কলাগাছ কেটে তার স্ত্রী সেলিনা আক্তারকে বেদম মারধর ও গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। সুস্থ হয়ে সেলিনা আক্তার বর্ণিত অভিযুক্তদের বিরুদ্ধে গত ৭ মে রংপুর জেলা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি চলমান রয়েছে।


দ্বিতীয় ঘটনা গত সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে ছাইদুল ইসলাম বাড়ীতে না থাকায় আবারও ওই জমির বাকি ফলন্ত গাছ কেটে সাবাড় করে দেন বর্ণিত অভিযুক্তরা। পরে অভিযুক্তদের কাছে গাছ কাটার বিষয় জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালজ ও প্রকাশ্যে হুমকি-ধামকি প্রদান করেন।


ছাইদুলের আরেক ভাই মিজানুর রহমান বলেন, আমার বড় ভাই মতিয়ার ও তার সহযোগীরা মিলে ছাইদুলের ফলন্ত গাছ কেটে ফেলেন। আবার উল্টো ছাইদুলের নামে মামলা দেয়ার পাঁয়তারা করছেন তারা। মতিয়ারের বিরুদ্ধে আরও বক্তব্য দেন তার আপন চাচা আব্দুল আজিজ। এব্যাপারে মতিয়ার রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


এবিষয়ে পীরগাছা থানার এসআই শাহনেওয়াজ বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়