রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলাগুলি আহত-১

রফিক মাহমুদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:২৭, বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ সন্ত্রাসী নূর কামাল গ্রুপের দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের আই-ব্লকে এ ঘটনা ঘটনা ঘটে বলে জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

আহত মোহাম্মদ জাবের ওরফে মৌলভী জাবের (৩৫) ক্যাম্পটির একই ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে। সেও সন্ত্রাসী নূর কামাল গ্রুপের সক্রিয় সদস্য।

স্থানীয়দের বরাতে কাউছার সিকদার বলেন, রাতে টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের আই-ব্লকে সন্ত্রাসী নূর কামাল গ্রুপের প্রধান নূর কামালের সঙ্গে তার গ্রুপের সক্রিয় সদস্য মৌলভী জাবেরের মধ্যে বিদ্যমান বিরোধকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে নূর কামাল ক্ষিপ্ত হয়ে মৌলভী জাবেরকে লক্ষ্য করে গুলি করার পর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে তার বাম ও ডান পায়ের গুলির এবং পিট, হাত ও পায়ে ছুরিকাঘাত হয়েছে।

এডিআইজি বলেন, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এতে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ২/৩ টি ফাঁকা গুলি ছুড়ে রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন জিকে নিয়ে আসে। পরে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

প্রাথমিকভাবে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়ার কথা জানিয়ে কাউছার সিকদার বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়