এমনভাবে গণহত্যার বিচার হবে, যেন কেউ প্রশ্ন না তোলে: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৫১, মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলেই গণহত্যার বিচার হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এমনভাবে গণহত্যার বিচার করা হবে, যেন কেউ প্রশ্ন না তোলে।’ তিনি বলেন, ‘এই বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যে প্রক্রিয়ায় কাজ এগিয়ে যাচ্ছে, এই সরকারের আমলেই গণহত্যার বিচার পাবে শহীদ পরিবার। এমনভাবে সাক্ষ্য এবং প্রক্রিয়া রেখে যাওয়া হবে, যা কোনোভাবেই ব্যত্যয় ঘটানো যাবে না।’

অন্তর্বর্তী সরকারের আমলেই গণহত্যার বিচার হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এমনভাবে গণহত্যার বিচার করা হবে, যেন কেউ প্রশ্ন না তোলে।’ তিনি বলেন, ‘এই বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যে প্রক্রিয়ায় কাজ এগিয়ে যাচ্ছে, এই সরকারের আমলেই গণহত্যার বিচার পাবে শহীদ পরিবার। এমনভাবে সাক্ষ্য এবং প্রক্রিয়া রেখে যাওয়া হবে, যা কোনোভাবেই ব্যত্যয় ঘটানো যাবে না।’

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘শাসন কাজে আমাদের ন্যূনতম অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু চেষ্টায় ব্যর্থতা নেই।’

তিনি বলেন, ‘গণহত্যার বিচারের কাজে সরকার এমনভাবে যুক্ত আছে যে, আমরা নিজেরাই বলি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। তবুও সমালোচনা হয়, সরকারে আছি তাই সহ্য করি।’ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে। শহীদ পরিবারের অভিযোগ গ্রহণযোগ্য, কিন্তু অন্য কেউ যখন বলে বিচার কাজ দৃশ্যমান নয়, তখন তা বিস্ময়কর।’

শেখ হাসিনার বর্তমান অডিও শুনলে এখনো বোঝা যায়, পুনরায় হত্যাকাণ্ডের আকাঙ্ক্ষা তার আছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা যে নৃশংসতা ঘটিয়েছে, মুক্তিযুদ্ধের সময়েও সে রকম হয়নি।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়