টেকনাফ সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশকালে কোস্টগার্ড ও পুলিশের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র কারবারিদের ফেলে যাওয়া বস্তায় মিলল মিয়ানমারের একটি জি-৩ রাইফেল ও ২টি ম্যাগাজিন এবং ৫টি দেশীয় অস্ত্র সহ ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি উদ্ধার করেছে।
মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে সোয়ার চর জালিয়ার দ্বীপ দ্বীপ থেকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রিজ এলাকা দিয়ে বাংলাদেশে সীমান্ত দিয়ে প্রবেশ করবে। উক্ত সংবাদে মঙ্গলবার রাতে টেকনাফ স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দীন রশিদ তানভীরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ২টি সেকশন নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ৪ জন ব্যক্তিকে ২টি বস্তা মাথায় নিয়ে অস্ত্রের চালানটি পাহাড়ের দিকে যাইতে দেখা যায়। এসময় কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল অস্ত্র কারবারিদেরকে ধাওয়া করে এবং থামানোর সংকেত দেওয়া হয়।
পরবর্তীতে সংকেত অমান্য করে পালানোর সময় ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। ফাঁকা গুলিবর্ষণে র ফলে অস্ত্র কারবারিরা বস্তা ২টি ফেলে গহিন পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা ২টি উদ্ধার করে একটি (জি-৩) মিয়ানমারে অস্ত্র ও ২টি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক সহ ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।