ভালুকায় আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি স্পোর্টস একাডেমির উদ্যোগে ‘আরাফাত রহমান কোকো লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জাতীয় দলের সাবেক খেলোয়ার সৈয়দ রুম্মান বিন সাব্বির। খেলাটি আয়োজন করেন হবিরবাড়ি স্পোর্টিং ক্লাব। খেলাটির মিডিয়া পার্টনার ভালুকা প্রেস ক্লাব।
বীরমুুক্তিযোদ্ধা আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, হাজী শহিদুল ইসলাম সৌমিক হাসান সোহাগ
শাহ্_মোঃ_সুজন আলমগীর হোসেন রফিকুল ইসলাম রফিক কায়ছার আহমেদ কাজল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানান। তিনি প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ক্রীড়াক্ষেত্রে অবদানকে স্মরণ করে বলেন, কোকো ছিলেন একজন দক্ষ সংগঠক যিনি দেশের তরুণ সমাজকে খেলাধুলায় যুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন।
উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভালুকা পাইলট ক্লাব ও হৃদয়ে কবি নজরুল ফুটবল একাদশ, শ্রীপুর। খেলা দেখতে মাঠজুড়ে ছিল বিপুল সংখ্যক দর্শকের ভিড়। ওই খেলায় ভালুকা পাইলট ক্লাব ২-১ গোলে জয় লাভ করে।
আয়োজক কমিটি জানিয়েছে, এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন এলাকা থেকে শীর্ষস্থানীয় দলগুলো অংশ নিচ্ছে এবং খেলা চলবে আগামী ঈদ পর্যন্ত।