গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেহাল দশা: পুকুরঘেরা ভবনে শিক্ষক শিক্ষার্থীরা আতঙ্কে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা এখন চরম বেহাল। নেই মাঠ, নেই নিরাপদ পরিবেশ—পুরো স্কুলটিই যেন ঝুঁকির ওপর দাঁড়িয়ে আছে। বিদ্যালয়ের অধিকাংশ জায়গা দখল করে আছে বড় একটি পুকুর। ফলে নেই কোনো খেলার মাঠ, নেই এসেম্বলি করার জায়গাও। এতে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষকরা সর্বদা আতঙ্কে থাকেন।