ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘অবরুদ্ধ’ আসিফ নজরুল

রিপোর্ট: আউলাদ হোসাইন || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০১:৩৪, শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসিফ নজরুলকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছেন গণপরিষদের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

৩০ আগষ্ট রাত সোয়া ১২টার দিকে গণঅধিকার পরিষৃদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। এ সময় গণঅধিকার পরিষদের নেতারা বিভিন্ন শ্লোগান দেন বলে জানা যায়।

২৯ আগষ্ট রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর চড়াও হয়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হয়। 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দলটির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। সেখানেই নুরসহ শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এর আগে ২৯ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় একই এলাকায় জাতীয় পার্র্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সাংবাদিকসহ একাধিক ব্যক্তিও আহত হন।

এ দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্র্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ গণঅধিকার পরিষদের চার নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

আহতরা হলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম (৩০) এবং পুলিশ ইন্সপেক্টর আনিসুর রহমান (৪২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, সংঘর্ষে আহত চার নেতাকর্মী ও এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়