অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র — হোয়াইট হাউসের ওভাল অফিসে এক ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি দেখে অনেকেই ধারণা করছেন, অনুষ্ঠানের মাঝেই ট্রাম্প ঘুমিয়ে পড়েছিলেন।
গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় দুটি ওষুধের দাম কমানোর বিষয়ে এক ঘোষণায় অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানের একপর্যায়ে তাকে চোখ বন্ধ করে রাখতে এবং মাঝে মাঝে চোখ কচলাতে দেখা যায়। ছবিগুলো ভাইরাল হওয়ার পর সমালোচকেরা তার স্বাস্থ্য ও কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, “প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; তিনি পুরো অনুষ্ঠানজুড়ে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।”
রজার্স আরও বলেন, “অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দুটি ওষুধের দাম কমিয়েছেন, যা ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতায় ভোগা মানুষদের সহায়তা করবে। এতে ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা পাবে।”
ট্রাম্পের ঘনিষ্ঠরা জানিয়েছেন, প্রেসিডেন্ট নিয়মিতভাবেই সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সহকর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্বাস্থ্য নিয়ে সমালোচনা নতুন নয়। সম্প্রতি তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে একটি এমআরআই করিয়েছেন, যদিও এর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি