মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০৭, মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

 অভিযান চালানো হয় শিবপুর গ্রামের জাকের গাইনের ছেলে আলম গাইনের বাড়িতে। যৌথবাহিনীর অভিযানে তার ঘরের সামনে গোলার ভিতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।


মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত আলম গাইন অভিযানের সময় পালিয়ে যায়।


তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়