নবাগত ইউএনও শেখ মো. রাসেলের সঙ্গে পীরগাছা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়-

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:০৩, মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের সঙ্গে রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের সঙ্গে রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ জুলাই) সন্ধ্যায় ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব (কালের কণ্ঠ), সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (ভোরের দর্পণ), সহ-সভাপতি হারুন অর রশিদ (আমার দেশ), সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার (সংবাদ), যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (সকাল বেলা), কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব (তিস্তা সংবাদ), দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন (বাংলাদেশ বুলেটিন) ও মাসুদ রানা (দ্যা কান্ট্রি টুডে)।

সভায় ইউএনও শেখ মো. রাসেল পীরগাছার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এ সময় সাংবাদিকরা প্রতিটি দপ্তর থেকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা কামনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন ও সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ প্রমূখ।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়