বগুড়ার সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামি কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
বগুড়ার সোনাতলা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার একজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার সময় পূর্ব তেকানি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
বগুড়ার সোনাতলা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার একজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার সময় পূর্ব তেকানি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—সোনাতলা উপজেলার পূর্ব তেকানি চুকাইনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল মতিন (৫২)। তিনি আসাব্বর আলী আকন্দের ছেলে।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আব্দুল মতিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর- ০৭, তারিখ- ২২ আগস্ট ২০২৪। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তিনি আত্মগোপনের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “গ্রেফতারকৃত আব্দুল মতিন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতারপূর্বক আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত এখনো চলমান।”
এদিকে, গ্রেফতারকে ঘিরে স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করলেও, রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।