পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ আটক -৪
পাবনা জেলা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি শাসরুদ্ধকর অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার, চার রাউন্ড তাজা কার্তুজ, ৫৬রাউন্ড (৪৫ রাউন্ড তাজা) পিস্তলের গুলি,১১টি ফায়ার্ড কার্তুজ সহ ০৪ জন কে গ্রেফতার করেছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি শাসরুদ্ধকর অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার, চার রাউন্ড তাজা কার্তুজ, ৫৬রাউন্ড (৪৫ রাউন্ড তাজা) পিস্তলের গুলি,১১টি ফায়ার্ড কার্তুজ সহ ০৪ জন কে গ্রেফতার করেছে।
পাবনা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি অফিস) জানায়, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ'র নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান (ক্রাইম এন্ড অপস)দ্বয়ের তত্ত্বাবধানে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের তিনটি আভিযানিক দল শাসরুদ্ধকর পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র সহ তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, ৩১ ডিসেম্বর পাবনা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেনু রায় সহ একটি চৌকস দল পাবনা শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজ সহ ০১ জনকে আটক করে। অপর একটি অভিযানে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) অসিত কুমার বসাকের নেতৃত্বাধীন দল পাবনা দক্ষিণ রাঘবপুর এলাকায় শায়েস্থা খান রোডে অবস্থিত জণৈক হাদীউলের ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি ( ৪২ টি তাজা) ও ১১ টি ফায়ার্ড কার্তুজ সহ ০১ জনকে গ্রেফতার করে।এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো: আ: লতিফ এর নেতৃত্বে একটি চৌকস দল পূর্ব শালগাড়িয়া জনৈক আওয়ালের বাসা থেকে ০৩ রাউন্ড তাজা গুলিসহ ০২ জন আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন : ১.মোঃ মিজানুর রহমান মামুন (৪৭) ওরফে বাঙ্গাল মামুন, পিতা-আব্দুল মান্নান, সাং-বলরামপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ২. মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মৃত-কোবাদ শেখ, সাং-বলরামপুর আহাদবাবুর গলি, থানা-পাবনা সদর, জেলা- পাবনা, ৩.মোঃ ফিরোজ হোসেন (৩৫), পিতা-মোঃ আব্দুস সোবাহান, সাং-শিবরামপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ৪. মোঃ রিপন (৩৫), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-পূর্ব শালগাড়িয়া ০৮ নং ওয়ার্ড, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
এদিকে নির্বাচনের আমেজ শুরুর পর সফল অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে প্রশংসায় ভাসছে পাবনা জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। জেলা গোয়েন্দা পুলিশ সুএে জানা যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে এই অভিযান চলমান থাকবে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়।