গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান
স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১ টার দিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।