সুনামগঞ্জে জাপা প্রার্থীর মনোনয়ন দাখিল: ৫ আসনেই স্বতন্ত্রের ভিড়
সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুই হেভিওয়েট প্রার্থী। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র জমা দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুই হেভিওয়েট প্রার্থী। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন— সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাপা প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে সুনামগঞ্জ-৪ ও ৫ আসনে লাঙ্গল প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। সাধারণ মানুষ এখন শান্তি ও উন্নয়নের পক্ষে। আমরা বিশ্বাস করি, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে জাতীয় পার্টির জয় সুনিশ্চিত।”
তারা আরও বলেন, “অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিপূরণ এবং সুষম উন্নয়নের লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি। দলমত নির্বিশেষে মানুষ এখন লাঙ্গলের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।” মনোনয়নপত্র জমাদানকালে জেলা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামীকাল ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম।
সুনামগঞ্জের রাজনৈতিক ময়দান এখন নির্বাচনী আমেজে মুখরিত। সাধারণ ভোটাররা আশা করছেন, সকল দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।