বাঘায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর বাঘা পৌর বিএনপির আয়োজনে শাহদৌলা সরকারি কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর বাঘা পৌর বিএনপির আয়োজনে শাহদৌলা সরকারি কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সঞ্চালিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফু্দ্দৌলা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ছানা, পৌর কৃষক দলের আহবায়ক আলীহোসেন জনি, সদস্য সচিব সোহানুর রহমান (সোহাগ), সিনিয়র যুগ্ন আহ্বায়ক তহিদুল ইসলাম, বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম (বাদশা), আনোয়ার হোসেন পলাশ, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, সাধারণ সম্পাদক জগলু সিকদার। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওবায়দুল ইসলাম সবুজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন, রাজশাহী জেলা ওলামা দলের যুগ্ন আহ্বায়ক মাওলানা সাজেদুর রহমান। উক্ত মাহফিলে উপস্থিত নেতারা বেগম খালেদা জিয়ার আত্মজীবনী, দেশ, জাতির ও নেতাকর্মীদের জন্য তার আত্মত্যাগের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত দোয়া মাহফিলের সমাপ্তি হয়।