ব্রাইট ফিউচার একাডেমি মেধাবৃত্তি: বৃত্তি পেল দুই শ্রেণির ৪০ শিক্ষার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৫১, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাইট ফিউচার একাডেমি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংস্থার জামাইপাড়াস্থ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করা হয়। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।

​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাইট ফিউচার একাডেমি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংস্থার জামাইপাড়াস্থ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করা হয়। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।

​এদিন দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক মনীন্দ্র কুমার তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাইট ফিউচার একাডেমির উপদেষ্টা সুখেন্দু কুমার দাস মিন্টু, অধ্যক্ষ বিটু বড়ুয়া এবং একাডেমির বিভিন্ন স্তরের শিক্ষক ও শুভানুধ্যায়ীবৃন্দ।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পঞ্চম শ্রেণির ২০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে। যার মধ্যে প্রথম গ্রেডে ১২ জন এবং দ্বিতীয় গ্রেডে ৮ জন মেধার স্বাক্ষর রেখেছে। অন্যদিকে, চতুর্থ শ্রেণিতেও ২০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে; যেখানে প্রথম গ্রেডে ১০ জন এবং দ্বিতীয় গ্রেডে ১০ জন স্থান পেয়েছে।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যেই এই বৃত্তির আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

​উল্লেখ্য, গত ২৯ নভেম্বর অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ব্রাইট ফিউচার একাডেমি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চতুর্থ ও পঞ্চম শ্রেণির এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়