গোবিন্দনগর মাদ্রাসা'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আব্দুল আজ্জিজ
শহিদুল ইসলাম রেদুয়ান : || বিএমএফ টেলিভিশন
পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ।
পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. আব্দুস ছোবহান চাকরি জীবনের শেষ কর্মদিবস সম্পন্ন করে অবসরে গেলে, মাদ্রাসার গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার উদয়পুর গ্রামের কৃতিসন্তান।তার বাবা ছিলেন মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক উদয়পুরী (রহ.) তিনি সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ও ছহিফাগঞ্জ আলিম মাদ্রাসার সাবেক সুপারের দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণকালে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।