সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার

প্রীতম দাস, সুনামগঞ্জ :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১৯, শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ধারণা, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইইডি (IED) তৈরির জন্য এই বিস্ফোরকগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল।

​সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ধারণা, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইইডি (IED) তৈরির জন্য এই বিস্ফোরকগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল।

​শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চারাগাঁও বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে 'মাইজহাটি' নামক স্থানে তল্লাশি চালানো হয়। সীমান্ত থেকে মাত্র ৩০ গজ ভেতরে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে সুকৌশলে ঢাকা অবস্থায় ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধারকৃত ডেটনেটরগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি (IED) তৈরি করা সম্ভব। তিনি আরও জানান, দেশের বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করা এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর অশুভ উদ্দেশ্যে এই বিস্ফোরক দ্রব্যগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​বিজিবি অধিনায়ক আরও বলেন, "সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান এবং মাদক ও অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও সতর্ক অবস্থানের কারণেই এই চালানটি ধরা পড়েছে। দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​উদ্ধারকৃত বিস্ফোরকগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়