পাবনায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট।

পাবনা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০৭, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পাবনার বেড়ায় রাহিমা কবিরাজ (৭৭) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনার বেড়ায় রাহিমা কবিরাজ (৭৭) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয় টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিহত রাহিমা ওই গ্রামের মৃত সাত্তার মোল্লার স্ত্রী। তিনি এলাকায় ধাত্রী ও কবিরাজ হিসেবে সুপরিচিত ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় লোডশেডিং চলাকালীন দুর্বৃত্তরা রাহিমার ঘরে ঢুকে তার গলা ও কানের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়।

একপর্যায়ে বৃদ্ধা মারাত্মক আহত অবস্থায় পাশের বাড়ির মৃত ফজর আলির বাড়ির উঠানে এসে পড়ে যান। এ সময় গোঙানির শব্দ শুনে বাড়ির লোকজন এসে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেলে প্রেরণ করলে সেখানে নেওয়ার পথে রাহিমা মারা যান।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়