স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৫, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর দুপুরে গুলশানস্থ বাসভবন থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।

এদিকে, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নয়াপল্টনে বিপুল নেতাকর্মীর সমাগম হয়।

এর আগে ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। এরপর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়