‘হাওর রক্ষা আন্দোলন’র নতুন কমিটি গঠন: প্রাণ-প্রকৃতি বাঁচানোর অঙ্গীকার
সুনামগঞ্জ প্রতিনিধি:: || বিএমএফ টেলিভিশন
‘তীব্র করো হাওরের রাও/প্রাণ প্রকৃতির ভবিষ্যৎ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ‘হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন’-এর ৪৫ সদস্য বিশিষ্ট ২য় সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বিকেলে শহরের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
‘তীব্র করো হাওরের রাও/প্রাণ প্রকৃতির ভবিষ্যৎ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ‘হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন’-এর ৪৫ সদস্য বিশিষ্ট ২য় সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বিকেলে শহরের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন।
পেশাজীবী বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে গঠিত এই কমিটিতে অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা স্থান পেয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি নূরুল ইসলাম ফয়সল ও মো. জুনায়েদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইদি আমিন লিওন ও আল আমিন, সম্পাদকীয় পদ শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকমল দে সরকার, দপ্তর সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরমান, দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পলি রায় এবং কোষাধ্যক্ষ লোকমান আহমদ।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শামস শামীম, আব্দুল হান্নান, বিকাশ চন্দ্র দাস, মো. বায়েজিদ বিন ওয়াহিদসহ ৩২ জন প্রতিনিধি। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ৫ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন— সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল কাশেম, বিজ্ঞানী ড. জহিরুল আলম সিদ্দিকী, এডভোকেট রুহুল তুহিন ও সোহেল সিরাজ।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, হাওরাঞ্চলের প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যাতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, সে লক্ষ্যে তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশেষ করে হাওরের বাঁধ রক্ষা, নদী খনন এবং পরিবেশ দূষণ রোধে এই আন্দোলন অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।