খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

ইবি প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৮, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে জাতি গভীর শোকের মধ্যে রয়েছে। এই শোকাবহ পরিস্থিতিতে এবং রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর অংশ হিসেবে আজ ফার্মেসি বিভাগ, আগামী ৩১ ডিসেম্বর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে ফোকলোর ও সোশ্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হয়।

নোটিশে আরও জানানো হয়, আগামী ১১ জানুয়ারি ফোকলোর ও সোশ্যাল স্টাডিজ বিভাগ, ১৩ জানুয়ারি ফার্মেসি বিভাগ এবং ১৪ জানুয়ারি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়